২৮ এপ্রিল, ২০১৭ ০২:১৪

মোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

অনলাইন ডেস্ক

মোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

সংগৃহীত ছবি

স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্বচ্ছ ভারত প্রকল্পে অন্যতম অংশীদার বিলের সংস্থা গেটস ফাউন্ডেশন। বুধবার একটি ব্লগে মোদির প্রশংসা করে বিল গেটস লেখেন, কোনও একটি দেশের প্রধানমন্ত্রীর মুখে জনস্বাস্থ্য নিয়ে এই রকম কথা নজিরবিহীন। 

‘‌মানব বর্জ্যের বিরুদ্ধে ভারত জিতেছে’‌ শীর্ষক ব্লগে বিল গেটস লিখেছেন, ‘‌আমি ভাবতেই পারছি না জাতীয় স্তরের কোনও নেতা এই বিষয়টি নিয়ে এত খোলাখুলি সোচ্চার হতে পারেন। অন্যান্য দেশের কাছে এটা উদাহরণ হতে পারে যাঁরা বিশ্বাস করে দেশের প্রত্যেক মানুষের সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার অধিকার আছে।’‌

সম্প্রতি দিল্লি ঘুরে গিয়েছেন বিল গেটস। স্বচ্ছ ভারত নিয়ে প্রচারের জন্য চার মিনিটের ভিডিও শ্যুট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘‌ভারতের অনেক উন্নতি হয়েছে।’‌ 

২০১৯ সালে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মের ১৫০ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে স্বচ্ছ ভারত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মোদি সরকার চায় সারা দেশে সাড়ে সাত কোটি শৌচাগার বানাতে। ক্ষমতায় আসার পর ২০১৪ সালে স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি বলেন, ‘‌আমরা একবিংশ শতকে বাস করছি। আমাদের মা এবং বোনেদের যখন প্রকাশ্যে মলত্যাগ করতে দেখি তখন আমাদের কি অনুশোচনা হয় না?‌ গরিব নারীদের রাতের অন্ধকার নামার জন্য অপেক্ষা করতে হয়। আর তাতে নারীদের শরীরে বাসা বাঁধে কত রোগ।’‌ ‌‌

 


বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর