২৮ এপ্রিল, ২০১৭ ০৬:৩১

রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমা চাইলো চীন

অনলাইন ডেস্ক

রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমা চাইলো চীন

সংগৃহীত ছবি

সামরিক শক্তির আস্ফালন করে নিজের ক্ষমতা দেখনোর চেষ্টা বরাবরই করে এসেছে চীন। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী ভাসিয়ে বুক ফুলিয়ে ভারত ও আমেরিকাকে চোখ রাঙাচ্ছিল চীন। ওই রণতরীর ও জঙ্গিবিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছিল চীনা সরকারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। 

এবার সেই ছবির জন্যই হাসির খোরাক হতে হল দেশটিকে। কারণ ওই ছবিগুলি জাল প্রমাণিত হওয়ায় লজ্জা রাখার জায়গা খুঁজে পাচ্ছে না বেইজিং।

বৃহস্পতিবার ওই নকল ছবির জন্য ক্ষমা চাইল চীনের প্রতিরক্ষা মন্ত্রালয়। গত রবিবার চীনা নৌসেনার ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছবিগুলি চীনা সরকারের Weibo ও WeChat নামের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে প্রকাশ পায়। তারপরই ধরা পরে ছবিগুলি নকল।

এ নিয়ে তুমুল হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা সহজেই ছবিগুলির ভুল ধরে ফেলেন। তাদের চীনা এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী বলে যা পোস্ট কেরা হয়েছে আসলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। আড় যে যুদ্ধবিমানগুলি দেখানো হয়েছে তা রাশিয়ার MiG-35 যুদ্ধবিমান।

 

 

বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর