২৮ এপ্রিল, ২০১৭ ১২:২১

জার্মানিতে নিষিদ্ধ হচ্ছে ‘বোরকা’

অনলাইন ডেস্ক

জার্মানিতে নিষিদ্ধ হচ্ছে ‘বোরকা’

সংগৃহীত ছবি

বোরকার উপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদন করেছে জার্মানির পার্লামেন্টের নিম্ন কক্ষের সদস্যরা। আংশিক অনুমোদিত বিলটি এবার পার্লামেন্টের উচ্চকক্ষে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। এতে বলা হয়েছে, সরকারী কর্মকর্তা, বিচারকসহ সেনাবাহিনীতে কাজ করা ব্যক্তিদের বোরকা পরিধানে বিধিনিষেধ মেনে চলতে হবে।

গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল মুসলমান মহিলাদের সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা আইনগত ভাবে নিষিদ্ধ করার বিষয়টি উত্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বোরকার উপরে আংশিক নিষেধাজ্ঞা অনুমোদিত হলো। এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী থমাস দে মেজিয়ার বলেছেন যে এর মাধ্যমে জার্মানি অন্য সংস্কৃতির বিষয়ে ঠিক কতটা সহনশীলতা দেখাবে তা সুনির্দিষ্ট করা হলো।

তবে দেশটির ডানপন্থী দলগুলো এতেই ক্ষান্ত হচ্ছে না, তারা পুরো দেশজুড়ে প্রকাশ্য স্থানে বোরকা পড়ে ঘোরার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নিয়েছে। আর এতে নতুন সমস্যায় পড়তে যাচ্ছেন জার্মানিতে আশ্রয় নেয়া মুসলিম অভিবাসীরা। গত ১৮ মাসে দেশটিতে প্রায় ১০ লাখ মধ্যপ্রাচ্যীয় মুসলিম অভিবাসী ঠাঁই নিয়েছে।

পাশাপাশি ডানপন্থীরা চাইছে জার্মানিও প্রতিবেশী দেশ ফ্রান্সকে অনুসরণ করুক, যেখানে ২০১১ সাল থেকেই প্রকাশ্যে বোরকা পরিধান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। 

সূত্র: বিবিসি


বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর