২৯ এপ্রিল, ২০১৭ ১০:৪৭

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও ব্যর্থ, দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও ব্যর্থ, দাবি যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

চলতি মাসে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিন্তু উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ড'র মুখপাত্র ডেভ বেনহাম জানান, কমিউনিস্ট দেশটি স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৩০মিনিটে মধ্য পুচেং বিমানঘাঁটি থেকে যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা স্পষ্টতই ব্যর্থ হয়েছে। এছাড়া এ উৎক্ষেপণ লাতিন আমেরিকার দেশগুলোর জন্য হুমকি নয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, 'ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সীমান্তই অতিক্রম করেনি।'

প্রসঙ্গত, সম্প্রতি এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হল উত্তর কোরিয়া। এর আগে গত ১৬ এপ্রিল দেশটির উপকূলবর্তী শহর শিনপো শহরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ওই দিন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটেছিল বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।

সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস 
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর