২৯ এপ্রিল, ২০১৭ ১১:২৪

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের মূল-ভূখণ্ড

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের মূল-ভূখণ্ড

সিউল ও পিয়ংইয়াং কাছাকাছি এলাকা থেকে শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের মূল-ভূখণ্ডে আঘাত হানা সম্ভব বলে জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে এই কথা জানিয়েছে পিয়ংইয়াং।

রোডং সিনমুনের বরাত দিয়ে নাইন নিউজ জানিয়েছে, শনিবার কোরিয়ার উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল ওই এলাকায় সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও বর্তমান শাসক কিম জং উনের দাদা কিং ইল সাং-এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শক্তি প্রদর্শনীর আয়োজন করেছিল উত্তর কোরিয়া।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর জন্য এটি কোন সমস্যা নয়। এই ক্ষেপণাস্ত্রে তিনটি ধরনের আইসিবিএম রয়েছে। এটির তিন ধরনের সমস্যা রয়েছে।

অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, বর্তমান তরল-জ্বালানি ICBMS, কেএন-৮ এবং কেএন-১৪ সহ, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর সম্ভাব্য সক্ষম। যদিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো এখনো পরীক্ষা চালানো হয়নি।

সূত্র : নাইন নিউজ

বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর