২৯ এপ্রিল, ২০১৭ ১২:০৭

উত্তর মেরুতে তেল খননের নিষেধাজ্ঞা শিথিল করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

উত্তর মেরুতে তেল খননের নিষেধাজ্ঞা শিথিল করলেন ট্রাম্প

সংগৃহীত ছবি

উত্তর মেরু এবং আটলান্টিক মহাসাগর অঞ্চলে তেলের জন্য খননের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কিত নতুন একটি নির্বাহী আদেশে সই করে তিনি বলেন, এই আদেশ ‘আমেরিকান শক্তিকে বাঁধনমুক্ত করবে’।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর মেরু ও আটলান্টিক অঞ্চলে তেল অনুসন্ধান ও উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা কমে গেলে সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যদিও তেলের বাজারে এ কারণে মন্দা দেখা দিতে পারে।

এদিকে, প্রেসিডেন্ট পদ থেকে বিদায়ের আগে গত ডিসেম্বরে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন বারাক ওবামা। ওই আদেশের মাধ্যমে তিনি উত্তর মেরুর জলসীমায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্দেশ্যে খননকাজ স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেন।

কিন্তু ট্রাম্পের নতুন আদেশটি ওবামার নিষেধাজ্ঞাকে বাতিল করে দিতে পারে বলে জানিয়েছে বিবিসি। অবশ্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকে বলেছেন, ‘বিদেশিদের’ হাতে জিম্মি থাকার চেয়ে এই সিদ্ধান্ত অনেক ভালো।

উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের দেয়া প্রতিশ্রুতির একটি ছিল ওবামার পরিবেশ রক্ষা বিষয়ক আইন ও নীতিমালা বাতিল করা। অ্যামেরিকা-ফার্স্ট অফশোর এনার্জি স্ট্র্যাটেজি নামের নির্বাহী আদেশটিতে সই করে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের অসাধারণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার মধ্যে আছে সমুদ্রের তলদেশে থাকা তেল এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। কিন্তু ফেডারেল সরকার এসব অঞ্চলের ৯৪ শতাংশই অনুসন্ধান এবং উত্তোলনের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে।’

জানা গেছে, নতুন আদেশটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মার্কিন উপকূল থেকে দূরবর্তী কিন্তু দেশটির মালিকানাধীন সব সমুদ্র অঞ্চলের জন্য নতুন উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর