৩০ এপ্রিল, ২০১৭ ০৪:০৬

ব্রেক্সিট; যুক্তরাজ্যে ইইউ নাগরিকত্ব অধিকার নিশ্চিতের দাবি টাস্কের

অনলাইন ডেস্ক

ব্রেক্সিট; যুক্তরাজ্যে ইইউ নাগরিকত্ব অধিকার নিশ্চিতের দাবি টাস্কের

ব্রেক্সিটের পর ব্রিটেনে অবস্থানরত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর নাগরিকদের কি হবে সে ব্যাপারে স্পষ্ট বক্তব্য চেয়েছেন ইউরোপিনার কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। বর্তমানে ২৭ জাতি (ব্রিটেন ছাড়া) সমর্থিত জোটের ব্রেক্সিট গাইডলাইন আলোচনায় তিনি বলেন, এ বিষয়ে আমাদের গ্যারান্টি দরকার। খবর বিবিসির।

ব্রেক্সিট আলোচনার প্রথম ধাপে যুক্তরাজ্যে ইইউ নাগরিকদের বসবাস, কাজকর্ম ও লেখাপড়া- এই তিনটি বিষয় তারা আলোচনা করতে চাই। যা আগামী ৮ জুন যুক্তরাজ্যের নির্বাচনের পর শুরু হবে।

টাস্ক বলেন, গত সপ্তাহে আমরা পুনরায় শুনেছি আমাদের ব্রিটিশ বন্ধু, লন্ডন পরিদর্শনে শুনেছি তারা ব্রেক্সিট প্রক্রিয়া দ্রুত শুরু করতে চাই। কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে, আমাদের জনগণের জন্য যুক্তরাজ্যের বাস, কাজ এবং অধ্যয়নের জন্য প্রকৃত নিশ্চয়তা প্রয়োজন। একই সঙ্গে ইউরোপে বসবাসরত ব্রিটেনদের জন্যও।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের ইইউ দেশগুলিতে বসবাসরত নাগরিকরা এবং ব্রিটেনে বসবাসরত ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের সংখ্যা প্রায় সাড়ে ৪ মিলিয়ন।

বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর