৩০ এপ্রিল, ২০১৭ ১৪:৫৩

তুরস্কে এবার ৪ হাজার সরকারি কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক

তুরস্কে এবার ৪ হাজার সরকারি কর্মকর্তা বরখাস্ত

সংগৃহীত ছবি

নয় হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তাকে বহিষ্কারের রেশ কাটতে না কাটতে আরো চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক। ধারণা করা হচ্ছে গত বছর ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর শুরু হওয়া শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয় দেশটি।

রোববার বিবিসির খবরে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে ওই কর্মকর্তাদের বরখাস্তের দাবি করেছে তুরস্ক। এছাড়া এসব কর্মকর্তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনার কথা জানিয়েছে এরদোয়ান সরকার। 

বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির বিচার মন্ত্রণালয়ের এক হাজারের বেশি কর্মী আছেন। এছাড়া তালিকায় রয়েছেন প্রায় একই সংখ্যক সেনা কর্মচারী ও বিমানবাহিনীর শতাধিক পাইলট। সম্প্রতি তুরস্কের কর্তৃপক্ষ নয় হাজারেরও বেশি পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে। 

বিডি প্রতিদিন/ ৩০ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর