৩০ এপ্রিল, ২০১৭ ১৬:৩১

কোরীয় সংকটের শান্তিপূর্ণ সমাধান চান পোপ

অনলাইন ডেস্ক

কোরীয় সংকটের শান্তিপূর্ণ সমাধান চান পোপ

ফাইল ছবি

কোরীয় উপদ্বীপে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। তবে উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ কর্মসূচির জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান বিরোধ ও যুদ্ধাবস্থার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিলেন পোপ ফ্রান্সিস।

এজন্য তিনি আন্তর্জাতিক মধ্যস্থতা মেনে দুপক্ষকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া মধ্যস্থতাকারী হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের নামও প্রস্তাব করেছেন তিনি। 

সম্প্রতি মিশর সফর করেন পোপ ফ্রান্সিস। সফর শেষে ভ্যাটিকান ফেরার পর তিনি এ কথা জানান। এসময় তিনি কোরীয় সংকট নিরসনে তার পরিকল্পনার ও পরামর্শের কথা জানান। 

পোপ বলেন, ‘কোরীয় উপদ্বীপের সামগ্রিক পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার সমাধান করতে হবে। দ্রুত এ সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে বিশ্বের বড় একটা অংশের মানবতা বিপন্ন হয়ে পড়বে।’

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর