১ মে, ২০১৭ ০১:১৮

হাফিজের গৃহবন্দী থাকার মেয়াদ আরো ৯০ দিন বাড়ল!

অনলাইন ডেস্ক

হাফিজের গৃহবন্দী থাকার মেয়াদ আরো ৯০ দিন বাড়ল!

জঙ্গি গোষ্ঠী জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাঈদের গৃহবন্দীর মেয়াদ বাড়াল পাকিস্তান সরকার। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, হাফিজ সৈয়দের গৃহবন্দী থাকার মেয়াদ ৯০ দিন বাড়িয়েছে পাকিস্তান সরকার।

সংবাদ সংস্থা এএনআই পাক প্রশাসনের এক কর্তার বক্তব্য উদ্ধৃত করে লিখেছে, “জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজ সাঈদের গৃহবন্দী থাকার মেয়াদ ৯০ দিন বৃদ্ধি করা হয়েছে।” গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী লাহোর হাই কোর্টে জানিয়েছিলেন যে হাফিজ সৈয়দকে গৃহবন্দী করার পরে দেশের কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। চলতি মাসের ২০ তারিখে আদালতের কাছে লিখিত জবাবে সৈয়দের গৃহবন্দী থাকার মেয়াদ বাড়ানোর পক্ষে সাওয়াল করে পাক সরকার। সন্ত্রাস দমন আইন ১৯৯৭ ধারায় আদালতের কাছে সেই আবেদন করেছিল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

চলতি বছরের ৩১ জানুয়ারি জঙ্গি নেতা হাফিজ সাঈদ গৃহবন্দী করে পাক সরকার। ইসলামাবাদের এই সিদ্ধান্তের পিছনে হোয়াইট হাউসের প্রভাব ছিল বলে মনে করে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর