১ মে, ২০১৭ ০৯:৫২

চীনের চাপ উত্তর কোরিয়ার ওপর প্রভাব ফেলছে না: ট্রাম্প

অনলাইন ডেস্ক

চীনের চাপ উত্তর কোরিয়ার ওপর প্রভাব ফেলছে না: ট্রাম্প

সংগৃহীত ছবি

চীনের চাপ উত্তর কোরিয়ার ওপর খুব একটা প্রভাব ফেলছে না বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের আরও একটি মিসাইল পরীক্ষার বিষয়টি জানার পরই এই মন্তব্য করলেন ট্রাম্প। এদিকে, উত্তর কোরিয়ার বারবার মিসাইল পরীক্ষা যে সংঘর্ষেরই ইঙ্গিত দিচ্ছে এমনটাই মনে করছেন অনেকে।

এ ব্যাপারে ট্রাম্প একটি সংবাদ সংস্থাকে জানান, চীন উত্তর কোরিয়ার ওপর চাপ তৈরি করছে। চীনের রাষ্ট্রপতি শি জিংপিং তাঁর খুব পছন্দের ব্যক্তি। কিন্তু চীন যে উদ্যোগ নিয়েছে তার প্রভাব যে উত্তর কোরিয়ার ওপর পড়েনি এমনটাই প্রমাণিত হয়েছে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার মাধ্যমে। যদিও এই মিসাইল খুব বড় কোনও মিসাইল ছিল না বলেও আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়া কিম সেনাদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আবারও বলেন, উত্তর কোরিয়া যদি পরমাণু অস্ত্র পরীক্ষায় নামে তাহলে তার ফলাফল মোটেও যে ভালো হবে না। 


বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর