২২ মে, ২০১৭ ১৩:৪৮

নিউইয়র্কে হিজাব পরায় স্কুলছাত্রীর ওপর 'থুতু' নিক্ষেপ

অনলাইন ডেস্ক

নিউইয়র্কে হিজাব পরায় স্কুলছাত্রীর ওপর 'থুতু' নিক্ষেপ

হিজাব পরায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী তারই স্কুলে হেনস্তার শিকার হয়েছে। ওই কিশোরীর গায়ে থুতু দিয়ে হিজাব খোলার চেষ্টা করেছে তার ক্যাম্পাসের এক সহপাঠীর। নিউইয়র্ক শহরের জ্যামাইকায় ল এনফোর্সমেন্ট অ্যান্ড পাবলিক সেফটি হাই স্কুলে এই ঘটনা ঘটেছে।

এই ন্যাক্কারজনক ঘটনার পর স্কুলের কর্মকর্তাদের বিষয়টি জানায় ওই স্কুলছাত্রী। এর পর তারা বিষয়টি পুলিশকে জানায়। স্থানীয় পুলিশে জানায়, হাই স্কুলের একটি লিফটের ভেতর ১৫ বছর বয়সী ওই কিশোর তার সহপাঠী কিশোরীটিকে হেনস্তা করে। সে তাকে ‘মুসলিম …’ বলে গালি দিয়ে থুতু দেয়। এর পর সে টেনে হিজাব খোলার চেষ্টা করে। ওই ছাত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে হেনস্তা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্কের শিক্ষা বিভাগের নারী মুখপাত্র টয়া হোলনেস বলেন, ‘এই ঘটনা বেদনাদায়ক এবং আমাদের স্কুলগুলোতে এ রকম আচরণের কোনো স্থান নেই।’
 

 

বিডি-প্রতিদিন/ ২২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর