২২ মে, ২০১৭ ১৯:৫৫

নির্বাহী প্রধানকে বরখাস্ত করছে ফোর্ড

অনলাইন ডেস্ক

নির্বাহী প্রধানকে বরখাস্ত করছে ফোর্ড

সংগৃহীত ছবি

প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক ফিল্ডকে বরখাস্ত করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। কোম্পানির বিক্রির পরিমাণ কমে যাওয়ার অভিযোগ এনে শীর্ষ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিপরীতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানির ড্রাইভিং ইউনিট স্মার্ট মবিলিটির প্রধান জেমস হ্যাকেট। গোপন সূত্রের বরাতে এ তথ্য যুক্ত করে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে মার্ক ফিল্ড দায়িত্ব নেয়ার পরে কোম্পানিটি ব্যাপক মাত্রায় ক্ষতির শিকার হয়। এর পর থেকে গাড়ি বিক্রির পরিমাণ কমে গেছে। কমেছে মুনাফার পরিমাণ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত কমেছে শেয়ারের দাম। 

এসব ক্ষতির দায় নিয়ে সরে যেতে হচ্ছে সিইও মার্ক ফিল্ডকে। প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই এ বিষয়ে ফোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন কোম্পানির মুখপাত্র। 

গত এপ্রিলে এক বছর আগের তুলনায় মার্কিন বাজারে ফোর্ডের গাড়ি বিক্রির পরিমাণ ৭ শতাংশ এবং ইউরোপের বাজারে সর্বোচ্চ ১১ শতাংশ কমার খবর পাওয়া যায়। এর জেরে গত সপ্তাহে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফোর্ডের বিশাল কর্মী বাহিনীর ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার ঘোষণা দেয় কোম্পানিটি। 

ক্ষতির মুখে পরিচালন ব্যয় কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফোর্ড কর্তৃপক্ষ। ২০১৬ সালে শেষে ফোর্ডের বিশ্বব্যাপী ২০ লাখ কর্মী ছিল। এর মধ্যে উত্তর আমেরিকাতে ১০ লাখের বেশি কর্মী নিয়োজিত ছিলেন। 

সূত্র: বিবিসি ও দ্য টেলিগ্রাফ

বিডি প্রতিদিন/ ২২ মে ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর