২৩ মে, ২০১৭ ০১:৪৪

রাশিয়া থেকে পাঁচ হাজার মিসাইল কিনছে ভেনেজুয়েলা

অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে পাঁচ হাজার মিসাইল কিনছে ভেনেজুয়েলা

সংগৃহীত ছবি

রাশিয়ার কাছে থেকে পাঁচ হাজার MANPADS সারফেস-টু-এয়ার মিসাইল কিনছে ভেনেজুয়েলা। বিশেষজ্ঞদের মতে এটির দক্ষিণ আমেরিকার অন্যতম বড় একটি অস্ত্র চুক্তি। একই সঙ্গে যা আমেরিকার মাথা ব্যথার অন্যতম কারণ। প্রথমত, কাঁধে করে এই মিসাইলটি চালনা করতে একজন ব্যক্তিই যথেষ্ট। দ্বিতীয়ত, যেকোনও বাণিজ্যিক ও যুদ্ধবিমানকে মাটি থেকে ধ্বংস করতে পারবে এই মিসাইল।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই মিসাইলটি ভেনেজুয়েলা সরকারের হাত থেকে কোনো ক্ষতিকর গোষ্ঠীর হাতে পড়লে তা বড় বিপদ তৈরি করতে পারে। ১৯৬০-এ প্রথম কাঁধে করে মিসাইল ছোঁড়া শুরু করেছিল আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। চলতি মাসের শুরুর দিকেই রাশিয়ার সঙ্গে ভেনেজুয়েলার এই অস্ত্র চুক্তি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইউ এস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর মাইক পমপিও।

 

বিডি প্রতিদিন/২২ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর