২৩ মে, ২০১৭ ১১:২৩

ম্যানচেস্টারে বোমা হামলার ভিডিও প্রকাশ

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টারে বোমা হামলার ভিডিও প্রকাশ

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে অবস্থিত ম্যানচেস্টার অ্যারেনায় কনসার্টে বোমা হামলার পর ঘটনাস্থলের ভিডিও করেন অনেকেই। তারপর পোস্ট করেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ইউরোপের সবচেয়ে বড় অ্যারেনার নিচে ভিক্টোরিয়া রেলস্টেশনে অনেকে আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। এ সময় অনেককে চিৎকার করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হামলার পর পরই ঘটনাস্থলে উপস্থিত ২৪ হাজার মানুষ বাঁচার জন্য ছোটাছুটি শুরু করে। ততক্ষণে রক্তে ভেসে যায় অ্যারেনার একাংশ। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে আসতে থাকে অ্যাম্বুলেন্স ও বোমা নিষ্ক্রিয়কারী দল।

পুলিশের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এক মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে কনসার্টের টিকিট বুথের পাশে। এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করছে পুলিশ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর