২৩ মে, ২০১৭ ১২:২৫

বোমা হামলায় ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা স্থগিত

অনলাইন ডেস্ক

বোমা হামলায় ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা স্থগিত

ফাইল ছবি

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্দেহজনক বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের অধিক সংখ্যক মানুষ। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে সন্দেহ করা হচ্ছে। যদিও কোনও সংগঠন এখনও পর্যন্ত এর দায় স্বীকার করেনি, বা এর কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। ঘটনার পর তদন্তে নেমেছে ম্যানচেস্টার পুলিশ। 

এদিকে জঙ্গি হামলার পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-র নির্বাচনী প্রচারণাও স্থগিত করা হয়েছে। থেরেসা মে জানিয়েছেন, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এই সন্ত্রাসী হামলার ৬ ঘণ্টার মধ্যেই জরুরি বৈঠক ডেকেছেন থেরেসা মে। সূত্রের খবর, হামলার এই ঘটনা খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে কোবরা কমিটির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তিনি। অন্যদিকে, ১ জুন থেকে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট দলের পৌঁছানোর দুদিন আগে এমন দুর্ঘটনায় চিন্তায় পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর