২৩ মে, ২০১৭ ১৪:৪৫

ট্রাম্পের সুরে 'সন্ত্রাসবাদ দমনের' আহ্বান নওয়াজ শরিফের

অনলাইন ডেস্ক

ট্রাম্পের সুরে 'সন্ত্রাসবাদ দমনের' আহ্বান নওয়াজ শরিফের

নওয়াজ শরিফ ও ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি ‘আরব ন্যাটো’ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দারূণ উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদে এই সাক্ষাৎকার পর্ব শেষ হওয়ার পরই ট্রাম্পের সুরেই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বিশ্বকে সন্ত্রাসমুক্ত করে শান্তি স্থাপনের কথা বললেন।

বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের শীর্ষপদে আসীন আমেরিকা। মুসলিম দেশগুলিকেও সন্ত্রাসদমনে সেই পশ্চিমী দেশগুলির মতোই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এদিকে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক শরিফ বলেন, এই সন্ত্রাসবাদী হামলা মোকাবিলা করতে গিয়ে শতশত মানুষ মারা যাচ্ছে। এর পাশাপাশি আর্থিক ক্ষতিও হচ্ছে বিপুল পরিমাণে। এই জঙ্গি হামলায় পাকিস্তানেরও অনেক ক্ষতি হচ্ছে।

সৌদি বাদশার আমন্ত্রণে আরব-ইসলাম-আমেরিকান সামিটে উপস্থিত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র,পাকিস্তান-সহ একাধিক দেশের রাষ্ট্র প্রধানরা। সমগ্র বিশ্ব থেকে সন্ত্রাস উপড়ে ফেলার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন শরিফও সেই পথেই হাঁটলেন এবং সেই সঙ্গে আফগানিস্তানকেও এগিয়ে আসার অনুরোধ জানালেন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর