২৩ মে, ২০১৭ ১৬:৩৩

ভারতে বিমানে বিস্ফোরণের হুমকিতে নামানো হলো যাত্রীদের

অনলাইন ডেস্ক

ভারতে বিমানে বিস্ফোরণের হুমকিতে নামানো হলো যাত্রীদের

ফাইল ছবি

দুবাই থেকে হিথরোগামী ভারজিন ফ্লাইট বিমানটি প্রায় ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় বিস্ফোরণের হুমকি পেয়ে বিমান থেকে যাত্রীদের নামিয়ে বিমানটিকে ফাঁকা করে দেওয়া হয়।

ভারতীয় সময় রাত ৩ টায় ম্যানচেস্টারে কনসার্ট চলাকালীন আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে ২২ জনের। তার জেরেই, বিমানে বিস্ফোরক রয়েছে, এই খবর একটুও এড়িয়ে যাওয়ার সাহস করেনি ভারজিন ফ্লাইট। ম্যাঞ্চেস্টার হামলার রেশ থাকায় যাত্রীদের মধ্যেও দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমানটি সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়।

বিমানটির এক যাত্রী জানান, বিমানটি ছাড়তে শুরু করেছল। কিন্তু ঠিক ১০ মিনিটের মধ্যে বিস্ফোরকের খবর পেয়েই আমাদের নেমে যেতে বলা হয়।” নিরাপত্তার কথা মাথায় রেখে পরের ফ্লাইট থেকে যাত্রীদের ফুল-বডি স্ক্যান করা হবে বলে সূত্রের খবর। যদিও এই খবর ছড়ানোর পর অনেকেই ফের ওই ফ্লাইটে চড়ার সাহস করছেন না।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর