২৪ মে, ২০১৭ ০৯:২৪

ম্যানচেস্টারে হামলার ঘটনায় ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টারে হামলার ঘটনায় ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা জারি

ম্যানচেস্টার শহরে হামলার ঘটনায় ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি সংক্রান্ত সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ 'ক্রিটিক্যাল' বা 'সংকটপূর্ণ' বলে ঘোষণা করা হয়েছে। বিবিসি জানায়, দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় সেনা মোতায়েনের সিদ্ধান্তও নেয়া হয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে সতর্ক করে দিয়ে বলেছেন, সোমবারের হামলার পর ব্রিটেনে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। কারণ, সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদি একাই হামলা চালিয়েছে, না এর পেছনে আরও মানুষ সক্রিয় রয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

নিরাপত্তার ক্ষেত্রে সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে 'অপারেশন টেম্পেরার' নামে সেনা বাহিনীর ইউনিট নামানো হচ্ছে বলে জানানো হয়েছে। 
সোমবারে ম্যানচেস্টার শহরে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে মোট ৫৯ জন। 

 

বিডি প্রতিদিন/২৪ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর