২৪ মে, ২০১৭ ১২:৪১

ফিলিপাইনে দুতার্তের মাদক বিরোধী অভিযানের প্রশংসা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে দুতার্তের মাদক বিরোধী অভিযানের প্রশংসা ট্রাম্পের

ফিলিপাইনে মাদক বিরোধী ব্যাপক অভিযান অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের অনেক প্রশংসা করেছেন। দেশটিতে মাদক সংক্রান্ত সংঘাতে হাজার হাজার লোক নিহত হয়। মঙ্গলবার সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।

গত ২৯ এপ্রিল টেলিফোনে আলাপকালে ট্রাম্প মাদক নির্মূলে অবিশ্বাস্য রকমের কাজ করে যাওয়ায় দুতার্তেকে অভিনন্দন জানান। 

ওই ফোনালাপে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়। এসময় ট্রাম্প দুতার্তেকে একজন ভাল মানুষ উল্লেখ করে তাকে তার সুবিধা মতো যেকোনো সময়ে হোয়াইট হাউস সফরে আন্তরিক আমন্ত্রণও জানান। 

আগামী নভেম্বরে ফিলিপাইনে এ দু’নেতার বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত জুনের শেষ নাগাদ দুতার্তে দেশের দায়িত্ব নিয়ে তিনি দ্রুত মাদক বিরোধী অভিযান শুরু করেন।

এসময়ের পর থেকে মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযানে প্রায় ২ হাজার ৭শ’ লোক প্রাণ হারিয়েছে বলে জানায় দেশটির পুলিশ। 

বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর