২৪ মে, ২০১৭ ১৯:৩৫

নিখোঁজ সুখোই প্রসঙ্গে ভারতকে শান্ত থাকার ‘উপদেশ’ চীনের

অনলাইন ডেস্ক

নিখোঁজ সুখোই প্রসঙ্গে ভারতকে শান্ত থাকার ‘উপদেশ’ চীনের

ভারত-চীন সীমান্তে নিখোঁজ সুখোই-৩০ ফাইটার জেট নিয়ে বাড়াবাড়ি না করে, ভারতকে শান্তি বজায় রাখার উপদেশ দিয়েছে চীন। পাশাপাশি সুখোই নিখোঁজের তত্ত্বকে সম্পূর্ণ অস্বীকার করেছে দেশটি।

নিখোঁজ সুখোই প্রসঙ্গে এবং এক্ষেত্রে চীনের সাহায্যের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছেন, চীন-ভারতের সীমান্তের পূর্বাংশ এবং দক্ষিণ তিব্বতের পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান সুস্পষ্ট। এছাড়া, সীমান্ত এলাকায় ভারত শান্তি বজায় রাখবে এমনই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে অাসামের তেজপুরে ভারতীয় বিমান বাহিনীর এই বিমান নিখোঁজ হয়ে যায়। ওই বিমানে দু’জন পাইলট ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে এয়ারক্রাফটটি খুঁজতে বড়সড় সার্চ অপারেশন শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। আকাশে পাঠানো হয়েছে বিশেষ ফ্লাইং টিম।

এদিন সকালে অাসামের তেজপুর থেকে বিমানটি উড়ে। রুটিন ট্রেনিং মিশনের অংশ হিসেবেই উড়ছিল বিমানটি। সকাল ১১টায় শেষবার খোঁজ পাওয়া যায় ওই এয়ারক্রাফটের। তেজপুর থেকে ৬০ কিলোমিটার দূরে গিয়ে নিখোঁজ হয়ে যায় সুখোই বিমানটি।

বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর