শিরোনাম
২৫ মে, ২০১৭ ১২:৫৯

ব্রাজিলে বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক

ব্রাজিলে বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

সংগৃহীত ছবি

ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমারের পদ্যত্যাগের দাবিতে বিক্ষোভরতদের দমনে সেনা মোতায়েন করা হয়েছে। বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর এ নির্দেশ দেন প্রেসিডেন্ট তেমার।

সম্প্রতি তেমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পাশাপাশি ঘুষ গ্রহণ ও দলের নির্বাচনী প্রচারণার জন্যও লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপরই তেমারের পদত্যাগের দাবি তোলা হয়। তবে তেমার  স্পষ্ট জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।

এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীরা তেমারের পদত্যাগ দাবিতে পার্লামেন্ট ভবনের দিকে যাচ্ছিলেন। তবে এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, আতশবাজি নিক্ষেপ করে। জবাবে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মুখোশধারী বিক্ষোভকারীরা দেশটির কৃষি মন্ত্রণালয়ে শক্তিশালী পটকা নিক্ষেপ করে ভেতরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

বার্তা সংস্থা এএফপিকে এক মুখপাত্র বলেন, ‘মন্ত্রালয়ের নিজস্ব আঙ্গিনায় আগ্রাসনের ঘটনা ঘটেছে। তারা একটি কক্ষে অগ্নিসংযোগ করেছে। এছাড়া প্রাক্তন মন্ত্রীদের ছবি ভাংচুর করা হয়েছে এবং তারা পুলিশের সঙ্গে সংঘর্ষ করেছে।

এমতাবস্থায় শৃঙ্খলা ফেরানো ও  পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যদের গ্রেফতার করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/২৫ মে, ২০১৭/ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর