২৬ মে, ২০১৭ ০৫:৪৫

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন

সংগৃহীত ছবি

দক্ষিণ চীন সাগর আবার যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে উত্তেজনার পারদটাকে বাড়িয়ে দিল। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডিওয়ে’ দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত মিসচিফ রিফের ২০ কিলোমিটারের মধ্যে ঢুকে টহলদারি শুরু করেছে। আর তাতে বেজায় চটে গেছে বেইজিং।

চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, ‘‘আমাদের আগে কিছু জানানো হয়নি। কোনও অনুমতি নেওয়া হয়নি। মার্কিন যুদ্ধজাহাজ এই ভাবে ঢুকে পড়ায় চীনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। চীনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব এই ভুলটা তাড়াতাড়ি শুধরে নিতে।’’

চীনের এই উৎকণ্ঠাকে অবশ্য তেমন গুরুত্ব দিতে চায়নি যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বলেছেন, ‘‘আমরা তো আন্তর্জাতিক নিয়মবিধি মেনেই দক্ষিণ চীন সাগর সহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই ভাবে টহল দিই। আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। এটা তো রুটিন। আমরা তো কোনও দেশে ঢুকে পড়িনি। ঢুকিনি কোনও দেশের জলসীমার মধ্যেও। আমাদের এই ‘ফ্রিডম অফ নেভিগেশন ’৭৯ সাল থেকেই চলছে। চলবে আগামী দিনেও।’’


বিতর্কের সূত্রপাতটা এখানেই। কারণ, দক্ষিণ চীন সাগরের সুবিশাল একটা এলাকা বেশ কিছু দিন ধরেই ‘বিতর্কিত’ হয়ে উঠেছে বেইজিং সেই এলাকাগুলিকে ‘নিজের অঞ্চল’ বলে দাবি করায়। দক্ষিণ চীণ সাগরের বিভিন্ন এলাকা নিয়ে পাল্টা দাবি রয়েছে তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনেই ও মালয়েশিয়ারও।

এদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের টহলদারি শুরু হয়ে যাওয়ায় আমেরিকার সঙ্গে নতুন করে গড়ে ওঠা সম্পর্ক যে কিছুটা ধাক্কা খাবে, চীনা বিদেশ মন্ত্রালয়ের এই মুখপাত্র তা মনে করিয়ে দিতে ভুলে যাননি। চিনা বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র লু কাং আরও বলেছেন, ‘‘যা চীনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে আর তার জলসীমাকে লঙ্ঘন করে, এমন কিছুকে উসকানি দেওয়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র। না হলে এলাকার শান্তি নষ্ট হবে। নিরাপত্তা বিঘ্নিত হবে। আর দু’দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলি প্রসারিত না হয়ে উত্তরোত্তর সঙ্কুচিত হয়ে যাবে।’’ 

 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর