২৬ মে, ২০১৭ ০৮:৪৭
ম্যানচেস্টার হামলার তদন্ত তথ্য ফাঁস

মার্কিন গণমাধ্যমের সমালোচনা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন গণমাধ্যমের সমালোচনা করলেন ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাজ্যে ম্যানচেস্টারে বোমা হামলার তদন্তে পাওয়া তথ্য ফাঁস করে দেওয়ায় মার্কিন গণমাধ্যমের সমালোচনা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্য ফাঁসের বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় মারাত্মক হুমকি বলেও মন্তব্য করেন ট্রাম্প। তথ্য কিভাবে ফাঁস হল তা খতিয়ে দেখারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নেটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছানোর পর প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। খবর বিবিসির।

ম্যানচেস্টারের কনসার্টে সোমবার রাতের হামলার ছবি এবং হামলাকারীর নাম যুক্তরাজ্যের ইচ্ছা ছাড়া আগেভাগেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করলেন।

হামলার ধ্বংসাবশেষের ছবি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। এতে যুক্তরাজ্যের কর্মকর্তারাও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরিজা মে এবং নিরাপত্তা বাহিনী মার্কিন গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রকে এর জন্য দোষারোপও করেছে যুক্তরাজ্য।

এরই প্রতিক্রিয়ায় ব্রাসেলসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তথ্য ফাঁসের এমন ঘটনা দীর্ঘ সময় ধরে চলতে পারে না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’ও ব্রাসেলসের নেটো সম্মেলনে যোগ দিচ্ছেন। বিষয়টি নিয়ে ট্রাম্পকে উদ্বেগ জানানোর কথা রয়েছে মে’র।

হামলার ২৪ ঘন্টা পর আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির নাম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ার পর ঘটনার শুরু। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তথ্যগুলো ফাঁস করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর