২৬ মে, ২০১৭ ১৫:০৪

সিরিয়ায় মার্কিন অভিযানে নিহত ৩৫

অনলাইন ডেস্ক

সিরিয়ায় মার্কিন অভিযানে নিহত ৩৫

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা দেইর ইজ্জর প্রদেশের মায়াদীন শহরে মার্কিন অভিযানে অন্তত ৩৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। মার্কিন নেতৃত্বাধীন জোটের এ বিমান হামলায় জঙ্গিদের স্ত্রী-সন্তানরাও নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, মায়াদীন শহরে কয়েক দফা বিমান হামলায় আইএস সদস্যদের পরিবারের অন্তত ২৬ জন সদস্য মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই সিরীয় ও মরক্কোর নারী ও শিশু। এ ছাড়াও ওই হামলায় আরো ৯ জন সিরীয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত অন্তত ২২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। যা ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে কোনো একক মাসে সর্বোচ্চ নিহতের রেকর্ড।

বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৭/ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর