২৭ মে, ২০১৭ ০৪:৪৮

শ্রীলঙ্কায় মাটি চাপা পড়ে নিহত ৯১

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় মাটি চাপা পড়ে নিহত ৯১

বর্ষার ভ্রূকুটি দেখতে শুরু করল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। প্রাকৃতিক দুর্যোগের কারণে শতাধিক মানুষের গণকবর তৈরি হয়েছে দেশটিতে।  বৃষ্টির মৌসুম শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্তে নামছে কাদা মাটির ধ্বস। সেই ধ্বসে চাপা পড়েছেন শতাধিক মানুষ।

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, নিহত কমপক্ষে ৯১ জন। আরও কতজন যে মাটির তলায় চাপা পড়ে রয়েছেন তার হিসেব মেলেনি।  

অন্তত ৮ হাজার মানুষ গৃহহীন। এমনই জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম! বিপর্যয়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। বিচ্ছিন্ন হয়ে থাকা এলাকায় বিশেষ উদ্ধার অভিযানে নেমেছে স্থল সেনা, বিমান ও নৌবাহিনী।

শ্রীলঙ্কার জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ জানাচ্ছে, কালুতারা জেলার বেলানা গ্রামের পরিস্থিতি ভয়াবহ। এই গ্রামেই মাটির তলায় চাপা পড়েছেন বহু বাসিন্দা। ২৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৪২ জনের কোনও খোঁজ নেই। তাঁদের উদ্ধার করার কাজ চলছে। আশঙ্কা মাটির তলায় চাপা পড়া অনেকের মৃত্যু হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে দেশের কয়েকটি এলাকা বিচ্ছিন্ন। স্থানীয় নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। পরিস্থিতি আরও খারাপ হবে৷ কারণ মৌসুমী বায়ু ক্রমশ শক্তিশালী হতে শুরু করেছে। ভারত মহাসাগর সংলগ্ন প্রত্যেক উপকূলীয় শহরে জারি হয়েছে সতর্কতা। সাগর ক্রমশ ফুঁসতে শুরু করেছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর