২৭ মে, ২০১৭ ১৬:১৭

২০১৭ সালে ভূমধ্যসাগরে ১,৫৩০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক

২০১৭ সালে ভূমধ্যসাগরে ১,৫৩০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

২০১৭ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে। আগের বছরও একই মেয়াদে প্রায় সমান সংখ্যক লোকের মৃত্যু হয়েছিল। জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

আইওএমের প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর সাগর পথে প্রায় ৬০ হাজার ৫২১ জন অভিবাসী ও শরণার্থী ইউরোপে প্রবেশ করে। এদের মধ্যে ৮০ শতাংশের বেশি ইতালিতে যায় এবং বাকিরা গ্রিস, সাইপ্রাস ও স্পেনে প্রবেশ করে। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দু'জারিক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।

তিনি আরও বলেন, গত ৭২ ঘন্টায় আরও প্রায় ৬ হাজার লোককে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তবে এই সংখ্যা আগের সংখ্যার সাথে যুক্ত করা হয়নি।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর