২৭ মে, ২০১৭ ১৭:৪৮

ভারতে হামলার স্বপ্ন দেখতেই ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান!

অনলাইন ডেস্ক

ভারতে হামলার স্বপ্ন দেখতেই ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান!

ফাইল ছবি

সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, ভারতের সঙ্গে যুদ্ধ করতে সমস্ত যুদ্ধবিমানকে তৈরি রাখা হয়েছে। দেশটির এমন হুঁশিয়ারির পরেই ভেঙে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের একটি যুদ্ধবিমান! জানা যায়, পাকিস্তানের মিয়ানওয়ালির উপর ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। যদিও যুদ্ধবিমানটি ভেঙে পড়লেও, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কি কারণে ভেঙে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের এই যুদ্ধবিমানটি তা এখনও জানা যায়নি। প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই ভেঙে পড়েছে এই বিমানটি।

পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে,  F-7PG ক্লাসের ছিল ভেঙে পড়া এই যুদ্ধবিমানটি। প্রশিক্ষণের সময়েই ভেঙে পড়ে এই বিমানটি। পাকিস্তানি এয়ারফোর্সে  F-7PG যুদ্ধবিমান প্রথম অন্তর্ভুক্ত হয় ২০০২ সালে। বিমানগুলি F6 যুদ্ধবিমানের জায়গা নেয়। চীনের তৈরি এই যুদ্ধবিমান। শুধু এই প্রথমই নয়, এর আগেও চীনের তৈরি যুদ্ধবিমান ভেঙে পড়েছে পাকিস্তানে। তবুও চীনের  প্রতি পাকিস্তানের আস্থা আগের মতোই- এমনটাই দাবি ভারতের। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর