২৭ মে, ২০১৭ ২১:৪৮

শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারতীয় সাহায্য

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারতীয় সাহায্য

ভারতের জরুরি ত্রাণ এবং চিকিৎসক দল আজ শনিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে। দেশটিতে বন্যা ও ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে একশ’তে দাড়িঁয়েছে। এদিকে কর্তৃপক্ষ নিচু এলাকায় বন্যা তীব্র রূপ নিতে পারে বলে সতর্ক করেছে। খবর এএফপি’র।

শ্রীলঙ্কার পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে ভারতের ওষুধপত্রবাহী জাহাজ কলম্বোতে পৌঁছেছে। অঞ্চলটিতে গত ১৪ বছরের মধ্যে সবেচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা শনিবার জানান, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে একশ’তে পৌঁছেছে এবং অনেকে নিখোঁজ রয়েছে। এছাড়া আরও ৪০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মৌসুমি এ দুর্যোগ মোকাবেলায় শ্রীলঙ্কা আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। এ প্রেক্ষাপটে ভারত এ সাহায্য পাঠিয়েছে। ভারতের পাঠানো ত্রাণবাহী আরও একটি জাহাজ সোমবার শ্রীলঙ্কায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর