২৮ মে, ২০১৭ ০৮:৪২

ভারতের বাজারে জবাইয়ের জন্য গরু-মহিষ বিক্রি বন্ধ

অনলাইন ডেস্ক

ভারতের বাজারে জবাইয়ের জন্য গরু-মহিষ বিক্রি বন্ধ

প্রতীকী ছবি

জবাইয়ের উদ্দেশ্যে বাজার থেকে গরু-মহিষ কেনা যাবে না বলে একটি নতুন আদেশ জারি করেছে ভারত সরকার। দেশটির পরিবেশ মন্ত্রণালয় বলছে, এতে গরু-মহিষের উপর নিষ্ঠুরতা দমন করা যাবে।

এই আইনে বলা হয়, ভারতের আন্তর্জাতিক সীমান্তের ৫০ মাইলের মধ্যে কোনো পশু কেনাবেচার বাজার বসানো যাবে না। তা ছাড়া পশু কেনাবেচার হাটে কী কী সুযোগ সুবিধা থাকতে হবে তাও নির্ধারিত করে দেয়া হয়েছে নতুন আইনে। এছাড়া গরু-মহিষ বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই পরিচয়পত্র এবং জমির মালিকানা প্রমাণের দলিল দেখাতে হবে।

ভারতে হিন্দুরা গরুকে পবিত্র মনে করে, এবং বহু রাজ্যেই গরু-মহিষ জবাই নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতাসীন দল বিজেপি অঙ্গীকার করেছে, তারা গরু-মহিষের সুরক্ষা নিশ্চিত করবে। এদিকে ভারতে মাংসের ব্যবসায়ীরা- যাদের বড় অংশই মুসলিম- বলছেন তারা এই রুলিং চ্যালেঞ্জ করবেন, কারণ এতে মাংসের সরবরাহ মারাত্মকভাবে কমে যেতে পারে। মাংসের ব্যবসায়ীরা অবশ্য সরাসরি কৃষকদের কাছ থেকে গরু-মহিষ কিনতে পারবেন। 

সূত্র : বিবিসি


বিডি প্রতিদিন/২৮ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর