২৮ মে, ২০১৭ ২৩:২৫
জঙ্গি নেতার মৃত্যু

উত্তাল কাশ্মীর, কারফিউ জারি

অনলাইন ডেস্ক

উত্তাল কাশ্মীর, কারফিউ জারি

হিজবুল জঙ্গি সাবজার ভাটের মৃত্যুর পর ফের উত্তাল হয়ে উঠেছে কাশ্মীর। শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে।

 শনিবারই শ্রীনগর জেলার ৭টি থানায় কারফিউ জারির কথা ঘোষণা করে জেলা প্রশাসন। পাশাপাশি অনন্তনাগ, পুলওয়ামা ও সোপিয়ানেও বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। খবর এএফপি’র।

পরিস্থিতির কথা বিবেচনা করে সোমবার পর্যন্ত শ্রীনগর জেলার সব স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার শ্রীনগরের ডিসি ফারুর আহমেদ দার জানান, নিরাপত্তার খাতিরে শ্রীনগরের কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হবে। এছাড়াও কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে। এদিন রাজ্যে যারা সিইটি পরীক্ষায় বসবেন তাদের কারফিউতে ছাড় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার ভোররাতে সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় হিজবুল নেতা সাবজার আহমদ ভাটের। ত্রালের একটি জায়গায় সে তার দুই সঙ্গীর সঙ্গে গোলাগুলিতে খুন হয়। পাশপাশি এদিন ১০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা সদস্যরা।

বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকা যেভাবে উত্তাল হয়েছিল আবারও পরিস্থিতি সেদিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর