২৯ মে, ২০১৭ ১২:৫০

ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক আরও ২

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক আরও ২

ফাইল ছবি

২২ মে হওয়া ম্যানচেস্টারের অ্যারিনা স্টেডিয়ামে হওয়া বিস্ফোরণের ঘটনায় পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে ২৫ বছরের এক যুবক ও ১৯ বছরের এক তরুণকে গ্রেফতার করেছে তারা। 

পুলিস সূত্রে জানা গেছে, গর্টন এলাকা থেকে ওই ২ জনকে পুলিশ গ্রেফতার করে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসবাদি কার্যকলাপ করার সন্দেহে দুই ‌জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট ১৩ জনকে ম্যানচেস্টার বিস্ফোরণের ঘটনায় পুলিশ গ্রেফতার করলো। এর আগে পুলিশ মূল অভিযুক্ত সালমান আবেদি ও তার বাবা এবং ছোট ভাইকে গ্রেফতার করে।
 
উল্লেখ্য গত ২২ মে ম্যাঞ্চেস্টার অ্যারিনা স্টেডিয়ামে মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের অনুষ্ঠান করছিলেন। তার গান শেষ হওয়ার কয়েক মিনিট পরে স্টেডিয়ামের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণটি ঘটে। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও, তখনও স্টেডিয়ামে যথেষ্ট ভিড় ছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক। এই বিস্ফোরণের ঘটনায় ২২ জন নিহত হয়েছে, যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। আহত হয়েছে ৫৯ জন।  

 


বিডি-প্রতিদিন/ ২৯ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর