২৯ মে, ২০১৭ ১২:৫৭

কাশ্মীরে হিজবুলের দায়িত্ব পেলেন নাইকু

অনলাইন ডেস্ক

কাশ্মীরে হিজবুলের দায়িত্ব পেলেন নাইকু

সংগৃহীত ছবি

কাশ্মীরের হিজবুল কমান্ডার সাবজার ভাটের মৃত্যুর পর সংগঠনটির দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী রিয়াজ নাইকু। নতুন এই কমান্ডার যথেষ্ট প্রযুক্তিজ্ঞানসম্পন্ন বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্র মতে, হিজবুল জঙ্গিরা নাইকুকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে। কিছুদিন আগেই হিজবুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জাকির মুসা নামে এক জঙ্গি। তার হাতেই হিজবুলের দায়িত্ব যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হিজবুল থেকে বেরিয়ে আসে জাকির, পাশাপাশি নতুন জঙ্গি সংগঠন তৈরিরও হুমকি দেয়। তাই হিজবুলের নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে আইএসআই এর চাপ তৈরি হয়েছে। জাকিরকে চাপে রাখতে এই রিয়াজ নাইকুই সঠিক নেতা বলে মনে করছে এই জঙ্গি সংগঠন।

এদিকে, কয়েক মাস আগেই উপত্যকায় ফিরে আসার জন্য কাশ্মীরি পণ্ডিতদের আহ্বান জানিয়েছিল নাইকু। ১১ মিনিটের একটি ভিডিওতে নাইকু ওরফে জুবের জানিয়েছিল, 'আমরা পণ্ডিতদের আহ্বান জানাচ্ছি। আমাদের হৃদয়ে সব সময়ই ওনাদের জন্য জায়গা রয়েছে। ওরাও দেশের অংশ। আমরা ওনাদের শত্রু নই, রক্ষাকর্তা।'

উল্লেখ্য, গত বছর ৮ জুলাই ভারতীয় সেনার হাতে নিহত হন বুরহান ওয়ানি। তারপর হিজবুল জঙ্গি সংগঠনের কমান্ডার হয় সাবজার ভাট। সম্প্রতি কাশ্মীর সীমান্তের ত্রালে দুই দিন ধরে চলা এনকাউন্টারে ৮ সঙ্গীসহ নিহত হন সাবজারও।

বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর