২৯ মে, ২০১৭ ২২:৩৫

'পরমাণু পরীক্ষা করে ভারসাম্য বজায় রেখেছে পাকিস্তান'

অনলাইন ডেস্ক

'পরমাণু পরীক্ষা করে ভারসাম্য বজায় রেখেছে পাকিস্তান'

ফাইল ছবি

১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা করেছে পাকিস্তান। আর এর ফলে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রয়েছে। এমনটাই চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। গত রবিবার পাকিস্তানের পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি ছিল। সেই বর্ষপূর্তিতে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে এই দিনটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। 

তিনি বলেন, পাকিস্তান পরমাণু শক্তিধর একটি দেশ। পাকিস্তানের পরমাণু শক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য এনেছে বলে দাবি তার।
নওয়াজের দাবি, পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়ায় এই অঞ্চলের বহু ছোট রাষ্ট্র স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শরিফ জানান, পরমাণু শক্তিধর হওয়ার পর এখন পাকিস্তানের লক্ষ্য হল অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে মেলে ধরা। এদিন নওয়াজ বলেন, ১৯ বছর আগে আমরা নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্রকে অভেদ্য করতে সক্ষম হয়েছি। এবার দেশের অর্থনীতিকে মজবুত ও স্থিতিশীল করতে হবে। আর সেটাই এখন মূল লক্ষ্য।  আর তা করতে পাকিস্তান সবকিছু করতে রাজি আছে বলে সাফ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর