শিরোনাম
৩০ মে, ২০১৭ ১২:২২

পানামার সাবেক সামরিক শাসকের মৃত্যু

অনলাইন ডেস্ক

পানামার সাবেক সামরিক শাসকের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগা (৮৩) আর নেই। চলতি বছরে মার্চে মস্তিষ্কে সার্জারির পর থেকে কোমায় ছিলেন। গতকাল সোমবার পানামা সিটির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভেরেলা টুইটারে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

১৯৩৪ সালে গরীব পরিবারে ম্যানুয়েলের জন্ম। কলোম্বিয়ান বংশোদ্ভূত ম্যানুয়েল ক্যারিয়ার শুরু করেন সৈনিক হিসেবে। এরপর পেরু ও আমেরিকায় প্রশিক্ষণ নেন। ১৯৬৭ সালে পানামার জাতীয় বাহিনীতে নিয়োগ পান। এর এক বছরের মাথায় লেফটেন্যান্ট হিসেবে তার পদোন্নতি হয়। 

১৯৮৩ থেকে ১৯৮৯ পর্যন্ত পানামার সামরিক শাসক ছিলেন ম্যানুয়েল। তিনি ক্ষমতায় আসার আগে আমেরিকার সঙ্গে পানামার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু তার শাসনাধীনে তা তিক্ততায় রূপ নেয়। পরে আমেরিকার হস্তক্ষেপেই ম্যানুয়েলকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়।

 

( আল জাজিরা অবলম্বনে ফারজানা) 

 

বিডি প্রতিদিন/৩০ মে, ২০১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর