৩০ মে, ২০১৭ ১২:৫৮

'কে কি খাবে তা ঠিক করে দেওয়ার বিজেপি কে?'

অনলাইন ডেস্ক

'কে কি খাবে তা ঠিক করে দেওয়ার বিজেপি কে?'

পশুহত্যা এবং কেনাবেচা সংক্রান্ত বিষয়ে ভারতজুড়ে বিতর্ক চরমে। এবার সে আলোচনায় যুক্ত হলো পশ্চিমবঙ্গও। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, কসাইখানা এবং পশুমেলায় আর কোনও পশু কেনাবেচা করা যাবে না- সরকারের এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং অনৈতিক। আর কে কি খাবে, কী করবে  তা ঠিক করে দেওয়ার বিজেপি কে? 

গতকাল সোমবার সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জী আরও বলেছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের কোনও নিয়ম কার্যকরী করা হবে না। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যালোচনাও চাইবে রাজ্য।

বিজেপি নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ্য করে মমতা আরও বলেন, রমজান মাসেই এমন এক সিদ্ধান্ত কেন নেয়া হল? তবে, কি এর মধ্যেও রয়েছে কোনও রাজনৈতিক চক্রান্ত? 

 

বিডি প্রতিদিন/৩০ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর