Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জুন, ২০১৭ ২১:৪২ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ জুন, ২০১৭ ২১:৫৮
আছড়ে পড়ল সুনামি! ভেসে আসছে শুধু বরফের টুকরো (ভিডিও)
অনলাইন ডেস্ক
আছড়ে পড়ল সুনামি! ভেসে আসছে শুধু বরফের টুকরো (ভিডিও)
সংগৃহীত ছবি

সুনামির জেরে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে বরফের টুকরো। গ্রিনল্যান্ডে সুনামির এমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল সাইটে। ওই ভিডিওটিতে দেখা গিয়েছে ঢেউয়ের মধ্য দিয়েই ভেসে আসছে বরফের টুকরো। আর এই বিশাল ঢেউগুলিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু স্থানীয় বাড়ি ঘর। এ ঘটনায় চার ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় দানিশ মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ ভূমিকম্পের জেরে সমুদ্রের দুটি প্লেটের মধ্যে গ্যাপের সৃষ্টি হয়েছে। আর তার ফলেই শুরু হয়েছে সুনামি। এরপরেই দেখা গেছে বিশাল বড় বড় ঢেউ সমুদ্রের পাড়ে এগিয়ে আসছে। আর স্থানীয় মানুষেরা প্রাণের ভয়ে সবাই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে।

গ্রিনল্যান্ডের একটি ছোট্ট গ্রাম নুগাতসিআকে সুনামির জেরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে। তবে, এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। ডেনমার্কও গ্রিনল্যান্ডের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ১৯ জুন,২০১৭/ ই জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow