২২ জুন, ২০১৭ ১৬:০৯

ইউরোপে তাপদাহ : পুড়ছে লন্ডন থেকে সাইবেরিয়া

অনলাইন ডেস্ক

ইউরোপে তাপদাহ : পুড়ছে লন্ডন থেকে সাইবেরিয়া

সংগৃহীত ছবি

ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। বুধবার এ অঞ্চলে তাপমাত্রা ছিল সর্বোচ্চ। লন্ডনে ১৯৭৬ সালের পর এ দিনটিই ছিল উষ্ণতম। এদিকে পতুর্গালে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। 

সপ্তাহান্তে পর্তুগালের মধ্যাঞ্চলে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ৬৪ জন মারা গেছে। এক হাজারের বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আবহাওয়া ধীরে ধীরে শীতল হয়ে আসাতে দমকল কর্মীদের কিছুটা সুবিধা হলেও এখনো সেখানে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রয়েছে। খবর এএফপি’র। 

ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ড ও সুইজারল্যান্ডসহ গোটা ইউরোপে তাপদাহ চলছে। তাপদাহের কারণে ক্রোয়েশিয়া উপকূলের দক্ষিণাঞ্চলে রবিবার থেকে দুটি দাবানল সৃষ্টি হয়।

এতে কর্তৃপক্ষকে ৮শ’ পর্যটককে অন্যত্র সরিয়ে নিতে হয়। এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অস্ট্রিয়ায় দমকল কর্মীরা সতর্ক রয়েছে। দেশটিতে সেইন্ট জন উৎসব উপলক্ষে বছরের দীর্ঘতম দিনে অগ্নিউৎসব উদযাপন করে।

ইতালির আবহাওয়া পূর্বাভাসকারীরা জানান, চলমান তাপদাহ দেশটিতে ১৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম হতে পারে। দেশটির তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে প্রায় ৮ ডিগ্রি বেশি থাকতে পারে। মিলানে মৌসুমী গড় উষ্ণতা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং আল্পস পর্বতমালায় ১ হাজার মিটার উঁচুতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

১৯৯৫ সালের পর ব্রিটেনে এই প্রথম জুন মাসে পাঁচ দিন ধরে একটানা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে।
পশ্চিম লন্ডনে তাপমাত্রা বেড়ে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটা ১৯৭৬ সালের পর জুন মাসে যুক্তরাজ্যের রেকর্ড তাপমাত্রা।

বিডি প্রতিদিন/২২ জুন ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর