২২ জুন, ২০১৭ ১৭:১৫

ভারতের কাছে হেরে যাচ্ছে চীন!

অনলাইন ডেস্ক

ভারতের কাছে হেরে যাচ্ছে চীন!

ভারতের কাছে হারতে যাচ্ছে চীন! যুদ্ধের ময়দানে না, জনসংখ্যার নিরিখে চীনকে পিছনে ফেলে দিতে যাচ্ছে ভারত। আগামী সাত বছরের মধ্যেই চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। ২০২৪-এর মধ্যে ১৩০ কোটি জনসংখ্যার দেশ টপকে যাবে ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীনকে। জাতিসংঘের একটি রিপোর্টে এমনটাই কথা জানানো হয়েছে। যদিও বর্তমানে চীনই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

কলকাতা টুয়েন্টিফোর'র খবরের সূত্রে জানা যায় জাতিসংঘের রিপোর্টে আরো বলা হয়েছে, ২০৫০-র মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় হাজার কোটিতে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭৬০ কোটি। ২০৫০-র মধ্যে তা বেড়ে হবে ৯৮০ কোটি। আর্থিক ও সামাজিক বিষয় বিভাগের ওই রিপোর্টে আরো বলা হয়েছে, প্রতি বছর বিশ্বে জনসংখ্যা মোটামুটি ৮.৩ কোটি করে বাড়ছে। জন্মহার কমতে থাকলেও জনসংখ্যার এই বৃদ্ধি বজায় থাকবে। এই হারে বৃদ্ধি ঘটলে ২০৩০-এ বিশ্বের জনসংখ্যা হবে ৮৬০ কোটি, ২০৫০-এ ৯৮০ কোটি এবং ২১০০ সালে তা বেড়ে হবে ১১০২ কোটি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর