২৩ জুন, ২০১৭ ০৮:৪৬

ভারতের কাছে ২২টি অত্যাধুনিক ড্রোন বিক্রি করবে আমেরিকা!

অনলাইন ডেস্ক

ভারতের কাছে ২২টি অত্যাধুনিক ড্রোন বিক্রি করবে আমেরিকা!

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের কাছে ২২টি অত্যাধুনিক নজরদারি ড্রোন বিক্রি করতে সম্মত হল আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার দিল্লিকে এ খবর জানানো হয়েছে। ড্রোনগুলি তৈরি করবে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সামরিক সরঞ্জাম নির্মাণ সংস্থা ‘‌জেনারেল অ্যাটোমিকস।’‌ বরাবরই আমেরিকার থেকে অস্ত্রশস্ত্র কেনে ভারত। কিন্তু আন্তর্জাতিক সামরিক সংগঠন ন্যাটোর সদস্য নয় এমন কোন দেশকে আজ পর্যন্ত নজরদারি ড্রোন বিক্রি করেনি তারা। ভারতের ক্ষেত্রেই প্রথম ব্যাতিক্রম ঘটল।খবর আজকাল। 

ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন যেভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, তাতে যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে নিজেদের জলসীমা নিশ্ছিদ্র করে ফেলতে হবে। তাই নিরাপত্তায় কোন কমতি রাখতে চাইছে না ভারতীয় নৌস‌েনা। উপকূল থেকে দেশের ৭,৫০০ কিলোমিটার জলসীমায় কড়া নজরদারি বাড়াতে চাইছে তারা। মার্কিন নজরদারি ড্রোন তাদের সেই কাজে সাহায্য করবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলির টানা ২৪ ঘণ্টা আকাশে থাকার ক্ষমতা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে। যার ফলে বিশাল এলাকায় নজরদারি চালাতে সক্ষম।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর