শিরোনাম
২৩ জুন, ২০১৭ ১৪:৩০

আফগান বাহিনীকে পোশাক দিয়ে সমালোচনার মুখে পেন্টাগন

অনলাইন ডেস্ক

আফগান বাহিনীকে পোশাক দিয়ে সমালোচনার মুখে পেন্টাগন

আফগানিস্তানের সেনাবাহিনীকে দুই কোটি ৮০ লাখ ডলারের পোশাক দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মার্কিন কর্মকর্তারা। জানা গেছে, নিজের দেশের করদাতাদের অর্থ থেকে এ পোশাক দেয়া হয়েছে।

এ ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ইন্সপেক্টর জেনারেল জন সোপকো বলেন, 'আফগানিস্তানের মোট বনভূমি এর আয়তনের মাত্র ২ দশমিক ১ শতাংশ, সেখানে জংলি ছাপার পোশাক বানানো অযৌক্তিক। আফগান পরিবেশের সঙ্গে এই পোশাক কতটা মানানসই তা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

সোপকো আরো বলেন, আফগানিস্তানের একজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ২০০৭ সালে পোশাকের এমন নমুনা পছন্দ করেছিলেন। তিনি বলেন 'আমরা ফ্যাশনের নামে করদাতাদের দুই কোটি ৮০ লাখ ডলার নষ্ট করেছি, কারণ ওই প্রতিরক্ষামন্ত্রী মনে করেছেন এই নকশাটি চমৎকার।'

সূত্র: বিবিসি

বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর