২৪ জুন, ২০১৭ ০৯:২১

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা এড়াতে ব্রিটেনে সংস্কার কার্যক্রম

অনলাইন ডেস্ক

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা এড়াতে ব্রিটেনে সংস্কার কার্যক্রম

জরুরি ভিত্তিতে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে উত্তর লন্ডনের ক্যামডেন কাউন্সিলের টাওয়ার ব্লকের ৮০০ পরিবারকে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য পাঁচটি টাওয়ারের বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে।  

চলতি মাসের মাঝামাঝি সময়ে লন্ডনে লন্ডনের নর্থ কেনসিংটনে ২৪ তলা এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান। সে ভয়াবহ অগ্নিকাণ্ড মোকাবেলায় কর্তৃপক্ষের যথেষ্ট প্রস্তুতি ছিল না বলে- সমালোচনা হয়। 

সেটির কথা মাথায় রেখেই ক্যামডেন কাউন্সিলের টাওয়ার ব্লকগুলিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত এসব এলাকার বাসিন্দাদের থাকার জন্য হোটেল বুক করেছে কর্তৃপক্ষ। 

 

বিডি প্রতিদিন/২৪ জুন, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর