২৪ জুন, ২০১৭ ১৬:১৪

বাগদাদির যোগ্য উত্তরসূরি হিসেবে যাদের পাচ্ছে আইএস

অনলাইন ডেস্ক

বাগদাদির যোগ্য উত্তরসূরি হিসেবে যাদের পাচ্ছে আইএস

ফাইল ছবি

আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার বোমারু বিমান হানায় মৃত্যু হয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান আবুবকর আলবাগদাদির। গোয়েন্দারা জানিয়েছেন, বাগদাদির মৃত্যুর পরে সম্ভবত আইএস প্রধান হওয়ার দৌড়ে রয়েছে ইয়াদ আল ওবায়িদি ও আয়াদ আল জুমায়িলি।

যাদের মধ্যে আল ওবায়িদি সাবেক ইরা্ক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সেনা অফিসার ছিলেন। মনে করা হচ্ছে এদের মধ্যে ওবায়িদির পাল্লা একটু হলেও ভারি বাগদাদির খিলাফত সাম্রাজ্যের পরবর্তী মাথা হওয়ার দৌড়ে।

গত মাসেই মৃত্যু হয়েছে আইএস চিফ আবু বকর আল বাগদাদির। রাক্কায় এক এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে তার। এমনটাই দাবি করা হয় রাশিয়ার তরফ থেকে। জানা গেছে, গত ২৮ মে এক এয়ারস্ট্রাইকে আইএস শীর্ষনেতার মৃত্যু হয়েছে।

রাশিয়ার দাবি, ওইদিন আইএস নেতাদের একটি বৈঠক ছিল। সেখানেই উপস্থিত ছিল বাগদাদিও। আর ওই মিটিং লক্ষ্য করে এয়ারস্ট্রাইক করে মস্কো। বর্তমানে বাগদাদির মাথার দাম ২৫ মিলিয়ন ডলার। ইরাকের মোসুলে বাগদাদি লুকিয়ে ছিল বলে জানা গেছে।

 

বিডি-প্রতিদিন/ ২৪ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর