২৫ জুন, ২০১৭ ০৩:১৪

ঈদের নামাজ পড়ানো নিয়ে দোটানায় ইমাম বরকতি

অনলাইন ডেস্ক

ঈদের নামাজ পড়ানো নিয়ে দোটানায় ইমাম বরকতি

ফাইল ছবি

কলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদে ঈদের নামাজ পড়ানো নিয়ে দোটানায় রয়েছেন ইমাম নুর উর রহমান বরকতি। ২৯ বছর ধরে তিনি ইমাম হিসেবে নিয়মিত টিপু সুলতান মসজিদে ঈদের নামাজ পড়িয়ে এসেছেন। এবার পরিস্থিতি একটু বদলে গেছে। প্রিন্স গোলাম মহম্মদ ওয়াকফ এস্টেট তাঁকে ইমাম পদ থেকে অব্যাহতির নোটিস দিয়েছে। 

তার আগে বরকতির বেশ কিছু মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। ইমাম পদ থেকে অপসারণের নোটিস দেওয়ার পরও নুর উর রহমান বরকতি টিপু সুলতান মসজিদে গেছেন। নামাজ পড়িয়েছেন। কিন্তু তারপর একটি ঘটনায় ধাক্কাধাক্কি হয়। অসুস্থ হয়ে পড়েন বরকতি। তারপর থেকেই তিনি বাড়িতে রয়েছেন। 

শনিবার নুর উর রহমান বরকতি জানিয়েছেন, শরীর আগের তুলনায় ভাল। তবে রক্তচাপ স্বাভাবিক নয়। আরও বিশ্রামের প্রয়োজন। অনেক দিন পর বাড়ির সকলের সঙ্গে ইফতার করছি। ২৯–৩০ বছর তো ব্যস্ত হয়েই কেটে গেছে। 

ঈদের নামাজ পড়াতে তিনি কি এবার টিপু সুলতান মসজিদে যাবেন?‌ এমন প্রশ্নের উত্তরে সৈয়দ নুর উর রহমান বরকতি জানালেন, ইচ্ছে আছে। শরীর ভাল থাকলে যাওয়ার চেষ্টা করবো। ঈদের নামাজে তাঁকে নিয়ে গোলমাল হোক, তিনি অসম্মানিত হোন এরকম কোনও পরিস্থিতি তিনি চান না।‌‌

সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ ই জাহান 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর