২৬ জুন, ২০১৭ ১৪:১৫

কলম্বিয়ায় নৌকাডুবিতে নিহত ৯, নিখোঁজ ২৪

অনলাইন ডেস্ক

কলম্বিয়ায় নৌকাডুবিতে নিহত ৯, নিখোঁজ ২৪

সংগৃহীত ছবি

কলম্বিয়ার মেডেলিনের পূর্বপাশের পর্যটন শহর গুয়াটাপে রিসোর্ট টাউনে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এখনো ২৪ জন। নৌকাটিতে অন্তত ১৫০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে। 

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী জুয়ান কুইরোজ বিবিসিকে জানান, হঠাৎই মাত্র পাঁচ মিনিটের মধ্যে নৌকাটি ডুবে যায়। এদিকে, দুর্ঘটনার পরপরেই সেখানে আরেক প্রমোদতরী উদ্ধারকাজে অংশ নেয়। এসময় ডুবে যাওয়া মানুষগুলোকে পানি ও নৌকার উপরের অংশ থেকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আর্মি হেলিকপ্টার এবং সি ডাইভারদের পাঠানো হয়।

এ প্রসঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন লুইস বার্নার্ডো মোরালেস জানান, বন্দরের খুব কাছেই নৌকাটি ডুবে যায়। তবে সেটা কোনো মেকানিকাল সমস্যার কারণে নাকি বাড়তি যাত্রীবহনের কারণে ডুবলো তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় অন্তত ২০ জনকে গুয়াটাপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 

বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর