শিরোনাম
২৬ জুন, ২০১৭ ১৪:৩৮

ভারতকে ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র, চিন্তিত বেইজিং

অনলাইন ডেস্ক

ভারতকে ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র, চিন্তিত বেইজিং

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে এখন মার্কিন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ওয়াশিংটনে এই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি চুক্তি হয়। ভারত মহাসাগরের উপর ড্রোন দিয়ে নজরদারি আরও বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। এমনটাই জানিয়েছে চীনা বিশেষজ্ঞরা। চীনের উপস্থিতিতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি সাক্ষরিত হয়৷

এই বিশেষ চুক্তি অনুযায়ী ভারত মহাসাগরে নজরদারি চালানোর জন্য ২২টি ড্রোনকে এই চুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মার্কিন সফরের আগেই লকহেড মার্টিন এবং টাটার মধ্যেও F-16 ফাইটার এয়ারক্রাফটটির একটি চুক্তি চূড়ান্ত করা হয়।

সেন্টার ফর আর্মস কন্ট্রোলের ডিরেক্টর হান হুয়া জানিয়েছেন, চীনের বেশ কিছু মানুষ আপাতত এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত রয়েছেন। যদিও এই F-16 ফাইটার এয়ারক্রাফটটির প্রযুক্তিটি খুব উন্নতমানের নয়। সমগ্র ভারত মহাসাগরের উপরে নজরদারি চালানোর জন্য এটি নিসন্দেহে একটি উল্লেখ্য পদক্ষেপ। চীন এই বিষয়টির উপরে কড়া নজরদারি চালাচ্ছে। কিছুদিন আগে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং মার্কিন সফরে গিয়েছিলেন।

 


বিডি-প্রতিদিন/ ২৬ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর