২৭ জুন, ২০১৭ ১৩:৪৫

ভারতকে 'মিগ ৩৫' কেনার প্রস্তাব রাশিয়ার

অনলাইন ডেস্ক

ভারতকে 'মিগ ৩৫' কেনার প্রস্তাব রাশিয়ার

ফাইল ছবি

ভারতকে মিগ ৩৫-এর মতো আরও আধুনিক যুদ্ধবিমান ক্রয় করার প্রস্তাব দিল রাশিয়া। ভারতীয় বিমানবাহিনীকে আরও শক্তিশালী এবং যুদ্ধের উপযোগী করে তুলতে মস্কোর তরফে এই বিমান কেনার জন্যে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় বিমানবাহিনীতে এখনও যুদ্ধবিমানের অভাব রয়েছে। হঠাত করে চীন-পাকিস্তান একযোগে যুদ্ধ ঘোষণা করে তা রুখে দেওয়া তাদেরকাছে যথেষ্ট চ্যালেঞ্জের হবে। যদিও এই সমস্যা মেটাতে ফ্রান্সের কাছ থেকে বেশ কয়েকটি রাফায়েল কিনতে চলেছে ভারত। তা দিয়ে কিছুটা সমস্যা মিটলেও পাকাপাকিভাবে শক্তিশালী হবে না ভারতীয় বিমানবাহিনী। তাই ভারত রাশিয়ার এই প্রস্তাব ভেবে দেখতে পারে বলে মনে করছেন সামরিকমহলের একাংশ।

উলেখ্য ২০০৭ সালে ব্যাঙ্গালোর এয়ার শো-তে প্রথমবারের মতো মিগ ৩৫ যুদ্ধবিমান প্রদর্শন করে রাশিয়া। কিন্তু সেই সময়ে অনেক কিছুই ছিল না তাতে। ধাপে ধাপে যদিও এই সমস্ত যুদ্ধবিমানের সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। বসানো হয়েছে আধুনিক সমরাস্ত্র থেকে প্রযুক্তি নির্ভর রাডার।

 

বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর