২৮ জুন, ২০১৭ ০১:২৪

কিমকে হত্যার ছক কষে ছিলেন পাক কুন হে!

অনলাইন ডেস্ক

কিমকে হত্যার ছক কষে ছিলেন পাক কুন হে!

ফাইল ছবি

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে হত্যার ছক কষে ছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক কুন হে। এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে জাপানি গণমাধ্যম আশাহি শিম্বুন।

আশাহি শিম্বুনের ওই প্রতিবেদনে বলা হয়,  কিমকে হত্যার জন্য সড়ক দুর্ঘটনা বা ট্রেনের বগি লাইনচ্যুত করার ঘটনা সাজানোর পরিকল্পনা করা হয়। এছাড়া, উত্তর কোরিয়ায় অভ্যুত্থানের পরিকল্পনাও করেছিল পাক কুন হে প্রশাসন।

আর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০১৫ সালে উত্তর কোরিয়ায় ‘নেতৃত্বের পরিবর্তন’ পরিকল্পনায় সই করেন পাক কুন হে। দায়িত্ব দেয়া হয় দক্ষিণ কোরিয়ার ইন্টিলিজেন্স ইউনিটগুলোকে।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক কুন হে

এর আগে গতমাসে পিয়ংইয়ং অভিযোগ করেছিল কিম কে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া হত্যা করতে চায়।

প্রতিবেদনে আরো বলা হয়, কিমের পরমাণু কর্মসূচিতে উদ্বিগ্ন হয়েই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে তা বাস্তবায়েনর আগেই দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত হন পাক কুন হে। তবে নতুন প্রেসিডেন্ট মুন-জাই- ইন কিমকে হত্যার পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে দাবি করেছে আশাহি শিম্বুন।

সূত্র: আশাহি শিম্বুন ও আরটি
বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর