২৮ জুন, ২০১৭ ১০:৫৪

হেলিকপ্টার নিয়ে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হামলা

অনলাইন ডেস্ক

হেলিকপ্টার নিয়ে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হামলা

পুলিশের একটি হেলিকপ্টারের থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত সুপ্রিম কোর্টে হামলা করা হয়েছে, যাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর সিএনএন-এর।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরা বলেন, মঙ্গলবার হেলিকপ্টার থেকে গ্রেনেড ও গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্কার পেরেজ নামের ওই ব্যক্তি একটি ভিডিও পোস্ট করে সরকারের অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান বলে দাবি করেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার গোয়েন্দা পুলিশের পাইলট থাকার কথা এবং প্রেসিডেন্ট মাদুরাকে সরে দাঁড়ানোর দাবি জানান।

এরপরই টেলিভিশনে দেওয়া বক্তৃতায় দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী আরনেস্টো ভিলেগ্যাস দাবি করেন, হামলাকারীকে সনাক্ত করা হয়েছে। ভিডিও পোস্ট করে অস্কার পেরেজ নামের ওই ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট ছিলেন। 

দীর্ঘদিন ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট মাদুরাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি তোলা হচ্ছে।

বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর