২৮ জুন, ২০১৭ ১৭:২৭

এটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার!

অনলাইন ডেস্ক

এটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার!

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী নৌবাহিনীর ডেস্ট্রয়ারের সূচনা করল চীন। এই ডেস্ট্রয়ারটির নাম Type 055। এই ধরনের মোট চারটি শক্তিশালী নৌবাহিনী ডেস্ট্রয়ার তৈরি করেছে চীন। এগুলির মধ্যেই একটি ডেস্ট্রয়ার বুধবার সকালে সাংহাই বন্দরে দেখা গিয়েছে বলে জানা গেছে।

এই Type 055 নৌবাহিনী ডেস্ট্রয়ারটি ভারতের সর্বশেষ প্রকল্প 15B “Visakhapatnam” –র থেকেও অনেক বেশি শক্তিশালী। এই নতুন ডেস্ট্রয়ারটি ১২হাজার টন অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম। 15B “Visakhapatnam”-টি প্রায় ৮,২০০টন অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম। 

এই বিশেষ ডেস্ট্রয়ারটিকে এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে এটি প্রায় ৫০টি সারফেস টু এয়ার মিশাইল, অ্যান্টি শিপ এবং ল্যান্ড অ্যাটাক মিশাইল বহন করতে সক্ষম। কিন্তু এটির তুলনায় চীনের নৌ ডেস্ট্রয়ারটি বহুল পরিমাণে শক্তিশালী। এটি ১২০টি মিসাইল বহন করতে সক্ষম। এটিই আপাতত বিশ্বের সবচেয়ে হেভিলি আর্মড শিপ বলে জানা গেছে। সমুদ্রের মধ্যেও এটি সহজেই শত্রুপক্ষকে চিহ্নিত করে আক্রমণ করতে পারে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর